বিশ্ব মানবাধিকার দিবস
( সংগৃহীত )
বিশ্ব মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর পালিত হলো । সারাবিশ্বের মতো সোমবার যথাযথ মর্যাদায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলো। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা হয়। এরপর থেকে দিনটিকে সারাবিশ্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ বছর ‘মানবাধিকার সমুন্নত রাখুন’ প্রতিপ্রাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। দেশে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। এই বছর বিশ্ব মানবাধিকার সার্বজনিন ঘোষণার ৭০ বছর পূর্ণ হলো। ৭০ বছর আগের এই দিনটি জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, ভাষা, মতপ্রকাশ রাজনৈতিক ও সামাজিক সত্ত্বা, সম্পদের অধিকার ও জন্মসূত্রসহ নানা মর্যাদা সম্বলিত নির্বিশেষে মানুষের অধিকারের সার্বজনিন ঘোষণার জন্য মাইলফলক হয়ে রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে দিনটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে দিনটি পালনে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেছেন তারা।
|